ফটোকার্ড সাংবাদিকতা কি জার্নালিজম থেকে ভাইরালিজমের পথে
বাংলাদেশের সংবাদমাধ্যমে ফটোকার্ড সাংবাদিকতা জনপ্রিয় হচ্ছে। দ্রুত তথ্য দিতে ভিজ্যুয়াল কনটেন্ট ব্যবহৃত হচ্ছে। তবে যাচাইহীন, চটকদার ফটোকার্ড বিভ্রান্তি ছড়াচ্ছে। বিশ্বস্ততা রক্ষায় তথ্য যাচাই, নৈতিকতা ও ডিজিটাল সাক্ষরতা জরুরি।